Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৭

রংপুর: একবছর মেয়াদী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় রংপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার ও সহসম্পাদক রিপন মিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলে জানানো হয়েছে।

এর আগে ২০১৪ সালের ০৯ ডিসেম্বর মেহেদী হাসান সিদ্দিক রনিকে সভাপতি ও রাকিবুল হাসান কাননকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে সোহাগ-নাজমুল কমিটি।

সারাবাংলা/একে

কমিটি বিলুপ্ত ছাত্রলীগ রংপুর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর