সাজাপ্রাপ্ত আসামির দলকে জনগণ কেন ভোট দেবে— প্রশ্ন প্রধানমন্ত্রীর
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ০০:২৩
ঢাকা: একজন সাজাপ্রাপ্ত আসামি যে দলের চেয়ারপারসন বা চেয়ারম্যান সেই দলকে জনগণ কেন ভোট দেবে— এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সেই ভোটের আশা তারা করে কীভাবে? তারা নির্বাচনের অর্থ বোঝে না। ভোট চুরি করতে জানে, কিন্তু জনগণের ভোট নিতে জানে না। জনগণ যে ভোট দিয়ে বিজয়ী করবে, জনগণের যে ভোট দেওয়ার অধিকার, সেই অধিকারে তারা বিশ্বাস করে না।
বুধবার (৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভি ও নবনির্বাচিত কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। পরে নাসিকের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভিকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে মেয়র হিসেবে শপথ নিলেন তিনি। মেয়রের শপথ গ্রহণ পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এর আগে, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ১৭১ ভোট।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত বা অন্যান্য দল যারা নির্বাচন নিয়ে সমালোচনা করে থাকে তাদের প্রতিষ্ঠা কার হাত দিয়ে? অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত দিয়ে। জনগণের কাছে ভোট চেয়ে নেওয়ার অভ্যাসই তাদের ছিল না। বরং কেড়ে নেওয়া, চুরি করাই তাদের অভ্যাস ছিল। তারা গণতন্ত্রের অর্থ বোঝে না, জনগণের অধিকারের অর্থও বোঝে না। সেই শিক্ষাই তাদের নেই। তারা বোঝে সন্ত্রাস, তারা বোঝে দুর্নীতি, তারা বোঝে জঙ্গিবাদ, তারা বাংলা ভাই সৃষ্টি করতে পারে, তারা মানুষ হত্যা করতে পারে।’
নাসিকের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘মানুষ কিন্তু এখন সচেতন; এটা মনে রাখতে হবে। কাজেই সেটা মাথায় রেখেই অর্পিত দায়িত্ব পালন করবেন।’
নাসিক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন করতে আপনারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। জনগণ তাদের মন মতো প্রার্থী নির্বাচিত করতে পেরেছে। এই জায়গা একটা সুযোগ, বাংলাদেশের মানুষ দেখুক। নারায়গঞ্জে একটা বিরাট দৃষ্টান্ত স্থাপন হলো। যদিও বিরোধী দল অনেক অপপ্রচার চালায়। কিন্তু তারা কখনও আয়নায় নিজের চেহারা দেখে না।’
শেখ হাসিনা বলেন, ‘তাদের নেতৃত্ব কোথায়? তাদের তো নেতৃত্ব বলে কিছু নেই। একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত বন্দি। আমরা তাকে ঘরে থাকার একটা সুযোগ করে দিয়েছি। আর একজন ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত। সেই দুর্নীতির তথ্য শুধু আমরা না, আমেরিকার এফবিআই খুঁজে বের করেছে। সেই সব মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ২০০৮ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়ে গেছে যে, আর কোনো দিন রাজনীতি করবে না। এখন বিদেশেই সে থাকে। বিদেশে থাকা সাজাপ্রাপ্ত আসামিকে যে দলের চেয়ারপারসন বা চেয়াম্যান সেই দলকে জনগণ কেন ভোট দেবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি জনগণের ভোটের অধিকারে, আমরা বিশ্বাস করি জনগণ তার ভোট দিয়ে মন মতো প্রার্থী নির্বাচিত করবে। জনগণ কখনও ভুল করে না- এটা হলো বাস্তবতা। নারায়নগঞ্জ নির্বাচন খুব ভালো হয়েছে। ভোটে এটাই প্রমাণিত হয়েছে, যে জনগণের জন্য কাজ করবে তাকে তারা বেছে নিয়েছে। সেই বিবেচনা জনগণের আছে। এবং জনগণের উপর সমস্ত আস্থা রেখেই আমরা আমাদের সব কাজ করি। আমাদের উন্নয়ন কাজগুলো যেন অব্যাহত থাকে সেটাই চাই।
সারাবাংলা/এনআর/পিটিএম