‘ভারতে বিকিনি-ঘোমটা-জিনস-হিজাব সব চলবে’
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৭
ভারতের কর্ণাটক রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরে ক্লাস করায় বিধিনিষেধ জারির প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে বলেছেন, কোনো নারী বিকিনি পরবেন না কি মাথায় ঘোমটা দেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত তার নিজস্ব। ভারতের সংবিধান নারীদের এই অধিকার নিশ্চিত করেছে। নারী নিগ্রহ বন্ধ করুন।
এর আগে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কর্ণাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজে এক হিজাবধারী নারীকে ঘিরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে একদল যুবক। তাদের প্রত্যেকের গলায় বা কাঁধে গৈরিক উত্তরীয়। ভয় পেয়ে গুটিয়ে না গিয়ে হিজাবধারী নারী পাল্টা আল্লাহু আকবর স্লোগান দিচ্ছে। বিবি মুসকান নামে ওই ছাত্রীর ঘটনা প্রকাশ্যে আসার পর বুধবার (৯ ফেব্রুয়ারি) কড়া প্রতিক্রিয়া জানালেন প্রিয়াঙ্কা গান্ধী।
প্রসঙ্গত, জানুয়ারিতে কর্ণাটকের উদুপির একটি কলেজে হিজাবধারী এক নারীকে ক্লাস করতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। জেলা প্রশাসনের বার্তা পেয়ে কলেজ কর্তৃপক্ষই হিজাব পরে ক্যাম্পাসে না ঢোকার নির্দেশনা জারি করেছিল বলে অভিযোগ।
ওই ঘটনার পর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যেরা রাজ্য জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে হিজাব বাতিলের দাবিতে পথে নামে। শুরু হয় অশান্তি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তিন দিন রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। কর্ণাটক হাইকোর্টেও হিজাব সংক্রান্ত মামলার শুনানি হয়েছে বুধবার। এরই মধ্যে হিজাব বিতর্কে অশান্তির আঁচ লেগেছে মধ্যপ্রদেশ এবং পুদুচেরিতে।
সারাবাংলা/একেএম