নরসিংদীতে জুয়া খেলতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৮
নরসিংদী: নরসিংদীর বালুসাইর এলাকায় জুয়া খেলতে বাধা দেওয়ায় আছিয়া (২৮) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পরিত্যক্ত ইট ভাটার পাশের জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আছিয়া (২৮) মাধবদীর বালুসাইর গ্রামের ফজর আলীর স্ত্রী। তিনি মাধবদী একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে নিহতের স্বামী জোহর আলীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে আছিয়াকে মারপিট শুরু করেন। লোহার রড দিয়ে আছিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গভীর রাতে লাশ পরিত্যক্ত সানি ইট ভাটার পাশের জমিতে ফেলে দেয়।
নিহতরে ছেলে রাজিব বলেন, রাতে মা-বাবার মধ্যে ঝগড়া হয়। ওই সময় রড দিয়ে মাকে পিটিয়ে মারে।
মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, নিহতের স্বামী কাজকর্ম করতেন না। সারাদিন জুয়ার আড্ডায় মেতে থাকতেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল।
সারাবাংলা/এএম