Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে গেল প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ২২:১১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৭

ফাইল ছবি

বগুড়া: বগুড়ায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে ছানোয়ার হোসেন ছান্না (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর মাঝিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছান্না উপজেলার কাগইল এলাকার ঠান্ডা মিয়ার ছেলে। তিনি ইট ভাটায় কাজ করতেন। উদ্ধারের সময় তার মরদেহের পাশ থেকে তার কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতের কোনো একটি সময়ে মাঝিপাড়ায় শ্যালো মেশিন ঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়েছিলেন ছানোয়ার হোসেন। এসময় বিদ্যুতায়িত হয়ে খুঁটির ওপর থেকে ছিটকে পড়ে মারা যান তিনি। তার হাত ও পা পুড়ে গেছে।

ওসি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/টিআর

বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বৈদ্যুতিক ট্রান্সমিটার