Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিইউএইচএস-কে করপোরেট সেবা দেবে টেলিটক

সারাবাংলা ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ০০:২১

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসকে (বিইউএইচএস) সাশ্রয়ী মূল্যে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন করপোরেট সেবা দেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

টেলিটক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) টেলিটক বাংলাদেশ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. জাহিদ হাসান এবং টেলিটক বাংলাদেশের পক্ষে উপমহাব্যবস্থাপক (করপোরেট সেলস অ্যান্ড আইবি) মো. সাইফুর রহমান খান চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এবং টেলিটক বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

করপোরেট সেবা চুক্তি সই টেলিটক বাংলাদেশ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর