বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পশু চিকিৎসকের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৬
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৬
গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস মণ্ডল (৪৫) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস ওই গ্রামের সাদা মণ্ডলের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মহদীপুর ইউনিয়ন পরিষদ সদস্য রহিদুল ইসলাম বাবু। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে নিজ বৈদ্যুতিক সেচ পাম্পে সংযোগ দিতে যান ডা. ফেরদৌস। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এনএস