Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাদপুরে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু, সন্তান আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৭ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫১

ঢাকা: রাজধানীর গুলশান শাহজাদপুর এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসের ধাক্কায় রোকেয়া বেগম (৩৮) নামে এক নারীর  মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা শিশু সন্তান আহত হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শাহজাদপুর বাঁশতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় রোকেয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ওহেদুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, আমরা জানতে পারি— দুপুরের দিকে বৈশাখী পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই নারী মারা গেছেন। দুর্ঘটনার সময় তার সঙ্গে ছিলেন সাত-আট বছর বয়সী এক সন্তান। সে-ও দুর্ঘটনায় আহত হয়। তবে এখন সে সুস্থ আছে।

এসআই ওহেদুল আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। নিহত নারীর স্বামীর নাম জাকির হোসেন। পরিবার নিয়ে দক্ষিণ বাড্ডা এলাকায় থাকতেন। আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

নিহত রোকেয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

সারাবাংলা/এসএসআর/টিআর

টপ নিউজ বাসের ধাক্কা বৈশাখী পরিবহন মায়ের মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর