Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ বোমা হামলা মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৯

সাইখুল ইসলাম ওরফে রাকিব, ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: জেলায় সিরিজ বোমা হামলা মামলায় এক জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম সাইখুল ইসলাম ওরফে রাকিব।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির এ রায় ঘোষণা করেন। ২০০৫ সালে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছিল।

কারাদণ্ডপ্রাপ্ত রাকিব বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পঞ্চকরণ গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

আদালত সুত্রে জানা যায়, ২০০৫ সালে ১৭ আগস্ট চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে বোমা হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০০৬ সালের ২৭ আগস্ট সাইফুল ইসলাম ওরফে রাকিবকে আটক করে গ্রেফতার দেখায় পুলিশ।

পরে ২০০৭ সালের ৮ মার্চ জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামরুজ্জামান খান মামলার তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন আদালত।

সারাবাংলা/এনএস

যাবজ্জীবন কারাদণ্ড সিরিজ বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর