Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে কৃষি জমি লিজ দিতে চায় সুদান

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৭ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:২২

ঢাকা: আয়তনে বাংলাদেশের চার গুণেরও বড় হলেও দক্ষিণ সুদানের জনসংখ্যা মাত্র এক কোটি। ফলে দেশটিতে বিপুল পরিমাণে ভূমি পতিত থাকে। সেই বিপুল পরিমাণ পতিত জমিই বাংলাদেশকে লিজ দিতে চায় দেশটি। পাশাপাশি বিভিন্ন ফসল উৎপাদনে বাংলাদেশের সহযোগিতাও চান বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক।

দক্ষিণ সুদানের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, এ বিষয়ে সহযোগিতার সুনির্দিষ্ট খাত চিহ্নিত করতে একটি বিশেষজ্ঞ টিম পাঠাবে বাংলাদেশ। টিমে কৃষি গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণকর্মীসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা থাকবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং দক্ষিণ সুদানের উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা জানানো হয়। সাক্ষাৎ শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দক্ষিণ সুদানে ছয় লাখ বর্গকিলোমিটারের বেশি জমি রয়েছে। এর বেশিরভাগ জমি পতিত পড়ে থাকে, চাষাবাদ হয় না। এ বিশাল এলাকাকে কৃষি উৎপাদনের আওতায় এনে অনেক ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। দেশটিতে সরকারের মালিকানায় থাকা বা খাস জমি লিজ নিয়ে ফসল উৎপাদন নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তাদের অনেকেও আগ্রহ প্রকাশ করেছেন। সরকারও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

মন্ত্রী আরও বলেন, দক্ষিণ সুদানে কী ফসল উৎপাদন করা যায়, জমি কীভাবে চাষের আওতায় আনা যায় তা দেখতে একটি বিশেষজ্ঞ টিম পাঠাব। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হবে। বেসরকারি খাতের যারা বিনিয়োগ করতে চায়, তাদেরও আমরা আমন্ত্রণ জানাব। শ্রমিক পাঠানোসহ এসব বিষয়ে সরকারই উদ্যোগ নেবে।

বিজ্ঞাপন

দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক দেশটিতে কৃষি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কৃষি খাতে আমরা বাংলাদেশের সাফল্য ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। আমাদের বিশাল পতিত জমিতে ফসল উৎপাদন করে নিজেদের প্রয়োজনীয় খাদ্য উৎপাদন ও রফতানিও করতে চাই।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মেয়ম অ্যালিয়েন, ইথিওপিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, সেনাকল্যাণ সংস্থার উপমহাপরিচালক কর্নেল মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

উপমন্ত্রী দেং দাউ দেং মালেক কৃষি জমি লিজ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক টপ নিউজ দক্ষিণ সুদান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর