Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালের ক্যান্টিনে কফি মেকার বিস্ফোরণে আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৩ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২০

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স চক্ষু হাসপাতালের ক্যান্টিনে ইলেকট্রিক কফি মেকার বিস্ফোরণে চার কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে রিয়াজ হোসেন (২৫) নামে একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে আগারগাঁওয়ে লায়ন্স চক্ষু হাসপাতালের ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত বাকি তিন জন হলেন— রুবেল, হিরু ও আলমগীর।

বিজ্ঞাপন

আহতদের সহকর্মী মো. জনি সারাবাংলাকে বলেন, আমরা সবাই আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালের ক্যান্টিনে কাজ করি। দুর্ঘটনার সময় ক্যান্টিনের ভেতরে রিয়াজ, রুবেল, হিরু ও আলমগীর কফি মেকার ও ওভেনের পাশে কাজ করছিল। হঠাৎ কফি মেকারটি বিস্ফোরিত হলে তারা চার জন আহত হন।

জনি জানান, দুর্ঘটনার পর প্রথমে আহত চার জনকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চার জনের মধ্যে রিয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সারাবাংলাকে বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত এক জনকে এখানে (ঢামেক হাসপাতাল) নিয়ে আসা হয়। তার পেটের ভুড়ি বের হয়ে গেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

শেরেবাংলা নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, আগারগাঁওয়ে লায়ন্স চক্ষু হাসপাতালের পাশে  ফুড সেন্টার নামে একটি ক্যান্টিন রয়েছে। সেটি হাসপাতালেরই ক্যান্টিন। সেখানে কফি মেকার বিস্ফোরণের ঘটনায় আহত চার জনের মধ্যে তিন জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রিয়াজ নামে এক জনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/টিআর

আহত ৪ কফি মেকার বিস্ফোরণ লায়ন্স হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর