Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর টিটিপাড়া রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২২ বছর। এ সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও সাদা খয়েরি ট্রাকস্যুট।

মঙ্গলবার (৮ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন জানান, ভোরে টিটিপাড়া রেলক্রসিং জামে মসজিদ সংলগ্ন রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক। এতে তার গলা থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি জানান, ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিল। মাঝে মাঝে তাকে ঘটনাস্থলে দেখতে পেত স্থানীয়রা। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/এনএস

অজ্ঞাত যুবক নিহত ট্রেনে কাটা পড়ে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর