সিটি করপোরেশনে দক্ষ চালক নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫২
ঢাকা: সিটি করপোরেশনে দক্ষ চালক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ময়লার গাড়ি চালকের কারণে সম্প্রতি যে সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেরকম যেন আর না হয়। সাবধান হয়ে যান।’
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এনইসি বৈঠক অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী সিটি করপোরেশনে নতুন আধুনিক যেসব যানবাহন কেনা হচ্ছে সেগুলোতেও দক্ষ চালক নেওয়া ও তাদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনাও দেন।
এছাড়া প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি লোকালয়ের বাইরে করতেও নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে বলেছেন শেখ হাসিনা।
অন্যদিকে, প্রকল্পের বাস্তবায়ন কাজ দ্রুত করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সারাবাংলা/জেজে/এমও
একনেক টপ নিউজ দক্ষ চালক দক্ষ চালক নিয়োগ প্রধানমন্ত্রী সিটি করপোরেশন