Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডার বৌদ্ধ মন্দির এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডা বৌদ্ধ মন্দির এলাকায় সড়ক দুর্ঘটনায় হাবিবুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ভোর সাড়ে ৬টার দিকে বাড্ডা বৌদ্ধ মন্দিরের বিপরীত পাশে রাস্তায় দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল আলম জানান, খবর পেয়ে সকালে বাড্ডা বৌদ্ধ মন্দিরের বিপরীত পাশের রাস্তা থেকে এক যুবককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি জানান, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে তার বুকের উপর দিয়ে কোনো গাড়ির চাকা উঠে গেছে এরকম চিহ্ন মিলেছে। ধারণা করা হচ্ছে, যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে আর মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহত হাবিবুল্লাহর শ্যালক রাব্বি হাসান জানান, তাদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার খাবাসপুর গ্রামে। তার বাবার নাম আসাদ আলী শেখ। এক ছেলে ও স্ত্রী রাণীকে নিয়ে মধ্য বাড্ডা ইউসেফ স্কুলসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতো। পেশায় টাইলস মিস্ত্রীর কাজ করতো। গতরাতে সে বাসা থেকে বের হয়েছিল। সকালে তার দুর্ঘটনার খবর পান।

কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

সারাবাংলা/এসএসআর/এমও

বাড্ডা বৌদ্ধ মন্দির যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর