নিজ ঘরে আগুন কেড়ে নিল ভাই-বোনের প্রাণ
৮ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৩৬ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃত মিনহাজ (১৫) ও রুহী মণি (৭) কাহারঘোনা গ্রামের মো. ইদ্রিসের সন্তান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘রাত ৯টার দিকে ইদ্রিসের কাঁচা বসতঘরে আগুন লাগে। আগুন পার্শ্ববর্তী ছমদরের ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসে। তবে ততক্ষণে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।’
‘পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ইদ্রিসের ঘরে তল্লাশি করে দুই জনের মরদেহ উদ্ধার করে উপস্থিত পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয় লোকজন বলছেন, ভাত খেয়ে ভাই-বোন ঘুমাচ্ছিল। আগুন লাগার পর পরিবারের অন্য সদস্যরা বের হতে পারলেও তারা ভেতরে রয়ে যায়। আগুনে পুড়ে তাদের করুণ মৃত্যু হয়েছে’, বলেন ওসি কামাল উদ্দিন।
সারাবাংলা/আরডি/এমও