Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ মজুতকারীদের তথ্য চাইলেন খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২৬

রাজশাহী: অবৈধ মজুতকারীদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অবৈধ মজুতের তথ্য পেলে মজুতদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অবৈধ মজুতদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, এই মুহূর্তে চালের জাতীয় মজুত ২০ লাখ মেট্রিক টনের বেশি। স্বাভাবিক অবস্থায় এই মজুত ১০ লাখ মেট্রিক টন থাকে। তারপরও প্রতি সপ্তাহে চালের মূল্য বাড়ছে, যা কাঙ্ক্ষিত নয়। এর কারণ খতিয়ে দেখতে আমরা মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মাঠ পর্যায়ের সঠিক তথ্য আমাদের পরিকল্পনা গ্রহণে কাজে লাগবে।

বাজারে চালের পর্যাপ্ত মজুত থাকলেও দাম কেন বাড়ছে— এ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দিয়ে খাদ্য কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, মিলের স্টক ভেরিফিকেশন করতে হবে। কতটুকু ক্রাশিং হলো, কতটুকু সরবরাহ হলো— তা সপ্তাহান্তে নিয়মিত রিপোর্ট করতে হবে।

তিনি আরও বলেন, মিল মালিক, ব্যবসায়ী ও আড়তদারদের মুনাফা কম করে দেশের মানুষের প্রতি মানবিক হতে হবে। কারা ধান চাল মজুত করছে, আপনারা জেনে থাকলে অবৈধ মজুতদারদের তথ্য দিন। তথ্য দিয়ে সহযোগিতা করুন, ব্যবস্থা নেওয়া হবে।

প্রয়োজন হলে ১০ শতাংশ শুল্কহারে চাল আমদানি করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, বোরোতে বাম্পার ফলন হয়েছে, আমনেও হয়েছে। তারপরও চালের দাম বাড়ছে, যা হাস্যকর। এ সময় তিনি চালের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদফতরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, পুলিশের রাজশাহী রেঞ্জের মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক পাটোয়ারি ও বগুড়ার জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান।

সারাবাংলা/টিআর

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালের মজুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর