ছাদের রেলিং ভেঙে পড়ে পথচারীর মৃত্যু
৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪৬
বগুড়া: জেলা সদরের কাটনার পাড়ায় একটি ৬তলা ভবনের ছাদের রেলিংয়ের ইট ভেঙে পড়ে এক নারী পথচারী নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাটনার পাড়ার নামাজগড় সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত পারুল (৪২) গৃহকর্মীর কাজ করতেন। তার বাড়ি শহরের গোয়ালগাড়ি এলাকায়। তিনি ওই ছয়তলা ভবনের একটি ফ্লাটে কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ (সোমবার) সন্ধ্যায় সড়কের পাশে রওশন পিলু প্লাজা নামে একটি ছয়তলা ভবনের ছাদের রেলিং ভেঙ্গে ইট নীচে রাস্তার ওপরে পড়ে। এ সময় ভেঙে পড়া রেলিংয়ের ইট পথচারী পারুলের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান তিনি।
বগুড়ার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল হালিম জানান, ওই ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে রেলিংয়ের ঝুলে পড়া অংশ অপসারণ করা হয়েছে।
সারাবাংলা/এনএস