Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সাফারি পার্কে থেকে সিআইডির নমুনা সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৭

বঙ্গবন্ধু সাফারি পার্কে থেকে নমুনা সংগ্রহ করছে সিআইডির বিশেষজ্ঞরা, ছবি: সারাবাংলা

গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১০ জেব্রার মৃত্যুর ঘটনায় পার্ক পরিদর্শন করেছেন সিআইডির একটি বিশেষজ্ঞ দল। পার্কের আফ্রিকান সাফারিতে এসে ১২ থেকে ১৩টি নমুনা সংগ্রহ করেন তারা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার ফরেনসিক ডা. নাজমুল করিম খানের নেতৃত্বে পার্ক পরিদর্শন করেন দলটি। পার্ক পরিদর্শন শেষে সিআইডির ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আরও পুড়ন: জেব্রার মৃত্যুর কারণ উদঘাটনে পরীক্ষার ফল দক্ষিণ আফ্রিকায়

সাফারি পার্কে ফের জেব্রার মৃত্যু, একমাসেই মারা গেল ১০টি

এ বিষয়ে ইমাম হোসেন বলেন, প্রয়োজনীয় কিছু নমুনা সংগ্রহ করেছি। সেগুলো সিআইডির অত্যাধুনিক ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে পশু মৃত্যুর উপযুক্ত কারণ বের করার চেষ্টা করব। আমরা ১২ থেকে ১৩টি নমুনা সংগ্রহ করেছি। পর্যবেক্ষণ করে প্রকৃত ঘটনা উদঘাটন করার চেষ্টা করব।

এ সময় গাজীপুর সিআইডির পুলিশ সুপার রিয়াজুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উকিল উদ্দিন ও সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্ল্যা রেজাউল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

১০ জেব্রার মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর