Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগদ’এ পল্লি বিদ্যুতের বিল প্রদান সম্পূর্ণ ফ্রি

সারাবাংলা ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১০

ঢাকা: দেশের নির্দিষ্ট কিছু এলাকায় ঝামেলাহীনভাবে পল্লি বিদ্যুতের প্রিপেইড বিল কোনো ধরনের খরচ ছাড়া পরিশোধ করতে পারবেন নগদ’র গ্রাহকরা। গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের ঝামেলা দূর করার পাশাপাশি আর্থিক সাশ্রয়ের জন্য প্রিপেইড মিটারের বিল পরিশোধের সুবিধা চালু করেছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠনটি।

এখন থেকে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি’র (*১৬৭#) মাধ্যমে ১২টি পল্লি বিদ্যুৎ সমিতির আওতায় সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও ভালুকার গ্রাহকেরা তাদের প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এছাড়া নিকটবর্তী নগদ উদ্যোক্তার কাছে গিয়েও বিনা খরচে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকেরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকেরা অ্যাপের মাধ্যমে নগদ’এ বিদ্যুৎ বিল দিতে চাইলে শুরুতে অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘বিল পে’ নির্বাচন করতে হবে। তারপর ইলেক্ট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখতে হবে। এরপর নগদ’র পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখতে হবে।

আর নগদ’র ইউএসএসডি কোড ব্যবহারের মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধ করতে গ্রাহককে প্রথমেই *১৬৭# ডায়াল করতে হবে। তারপর মেন্যু থেকে ৫ চেপে ‘বিল পে’ সিলেক্ট করতে হবে। তারপর ইলেক্ট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখতে হবে এবং নগদ’র পিন নম্বর দিয়ে বিল পরিশোধ করতে হবে।

বিল পরিশোধ হয়ে গেলে গ্রাহকেরা টোকেন নম্বরসহ একটি এসএমএস পাবেন। এই টোকেন নম্বরটি গ্রাহককে তার ডিজিটাল মিটারে ম্যানুয়ালি প্রবেশ করিয়ে রিচার্জটি সম্পূর্ণ করতে হবে।

বিজ্ঞাপন

নগদ’র মাধ্যমে পল্লি বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বনিন্ম ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যেকোনো পরিমাণ বিল পেমেন্ট করতে পারবেন। এর আগে কোনো ধরনের ফি নেওয়া ছাড়া পোস্টপেইড মিটারের বিল দেওয়ার সেবা চালু করে নগদ। যার ফলে মানুষের আর্থিক সাশ্রয়ের একটি সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিল দিতে আর কাউকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না।

এ বিষয়ে নগদ’র প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘মানুষকে ডিজিটাল লাইফে অভ্যস্ত করতে এবং নতুন নতুন সেবা চালু করতে প্রতিনিয়ত কাজ করছে নগদ। আমরা বিশ্বাস করি, নতুন এই সেবাটি মানুষের জীবনকে সহজ করতে ভূমিকা রাখবে এবং মানুষ ঘরে বসে এই সেবাটি উপভোগ করতে পারবে।’

সারাবাংলা/এনএস

নগদ পল্লি বিদ্যুৎ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর