Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের সভাপতিমণ্ডলীতে মায়া-কামরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১২

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাড. কামরুল ইসলাম এমপিকে সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন।

দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে কার্যনির্বাহী সদস্য হন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাড. কামরুল ইসলাম।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৮১ পদের মধ্যে কার্যনির্বাহী সদস্যের পদ ২৮টি। এর মধ্যে দুইটি পদ ফাঁকা রয়েছে। আর মায়া-কামরুল সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় আরও দুইটিসহ মোট চারটি পদ ফাঁকা হলো।

সারাবাংলা/এনআর/একেএম

আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর