Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে জায়েদ খান

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫০ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪১

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন জায়েদ খান।

রিটের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন আইনজীবী মজিবুল হক ভুঁইয়া।

তিনি জানান, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন জায়েদ খান। কিন্তু পরে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচনের আপিল বোর্ড। এতে পদ হারিয়েছেন তিনি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে। এর প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। পরে (শনিবার) আরেক প্রার্থী নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করলে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড।

৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার শপথ নিয়েছেন। আগের কমিটির সভাপতি মিশা সওদাগর তাদের এই শপথ পড়ান।

আরও পড়ুন
পদ হারালেন জায়েদ, সাধারণ সম্পাদক নিপুণ
তথ্যসন্ত্রাস, আমি দেখে সহ্য করছি: জায়েদ খান
দেখা মিলল পপির, অভিযোগ জায়েদ খানের বিরুদ্ধে
প্রযোজক জায়েদ খানের সদস্য পদ স্থগিত
অনির্দিষ্টকালের জন্য ‘নিষিদ্ধ’ চিত্রনায়ক জায়েদ খান
হিন্দু পরিবারের বাড়ি দখল, নায়ক জায়েদ খানের ভাইয়ের বিরুদ্ধে রুল

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

চলচ্চিত্র শিল্পী সমিতি জায়েদ খান

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর