ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম দিতে পারবেন যে কেউ
৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৩
ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা তৈরিতে এরই মধ্যে কাজ শুরু করেছে সার্চ কমিটি। এবারে এই কমিটি সবার কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার পদে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা আহ্বান করেছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বাইরেও ব্যক্তি পর্যায়ে যে কেউই সার্চ কমিটির কাছে নিজের বিবেচনায় যোগ্য ব্যক্তিদের নামের তালিকা পাঠাতে পারবেন।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, রাজনৈতিক দল বা ব্যক্তিদের পক্ষ থেকে প্রস্তাবিত নামের তালিকা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে কিংবা [email protected] ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। এর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুন- রাজনৈতিক দলগুলোর কাছে যোগ্য ব্যক্তিদের নাম চাইবে সার্চ কমিটি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে— প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার পদের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে অনধিক ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তি পর্যায়ে আগ্রহীরাও তাদের বিবেচনা অনুযায়ী নামের তালিকা প্রস্তাব করতে পারবেন।
এর আগে, শনিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নামের তালিকা সুপারিশের জন্য সার্চ কমিটি গঠন করে দেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। কমিটিতে সাংবিধানিক পদে অধিষ্ঠিত চার জনের পাশাপাশি রাষ্ট্রপতির সুপারিশে আরও দু’জন জায়গা পেয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত এই কমিটি প্রথম বৈঠক করে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফ করেন সাংবাদিকদের।
আরও পড়ুন-
- সার্চ কমিটির সদস্য হলেন যারা
- ১০ দিনও সময় পাচ্ছে না সার্চ কমিটি
- গ্রহণযোগ্য-দক্ষদের নিয়ে নিরপেক্ষ ইসি চান বিশিষ্টজনেরা
- ৬ সদস্যের সার্চ কমিটি, রাষ্ট্রপতি মনোনীত সদস্য ছহুল-আনোয়ারা
ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সার্চ কমিটি নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে যোগ্য ব্যক্তিদের নাম আহ্বান করবে। দলগুলো নাম প্রস্তাব করতে চাইলে ইমেইলের মাধ্যমে নাম পাঠাবে। তবে আগামী শনিবার ও রোববার সুশীল সমাজ ও গণমাধ্যমগুলোর সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এই সার্চ কমিটিতে সদস্য হিসেবে আছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। কমিটিতে রাষ্ট্রপতি মনোনীত দুই সদস্য হলেন— সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সারাবাংলা/জিএস/টিআর
নাম আহ্বান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার সার্চ কমিটি সিইসি