Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার সংক্রমণকে এখনো নিম্নমুখী বলার সময় হয়নি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৮

ঢাকা: জানুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেলেও সেটা পরবর্তী সময়ে কমে আসছে। তবে সংক্রমণ শনাক্তের সংখ্যা গত দুই দিনে কমে আসলেও সার্বিক সংক্রমণ পরিস্থিতিকে প্রকৃতপক্ষে এখনো নিম্নমুখী বলার সময় হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (৬ ফেব্রুয়ারি) দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে এমনটি জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

ডা. নাজমুল বলেন, ‘গত দুই দিনে আমরা দেখেছি সংক্রমণের নিম্নমুখী প্রবণতা আছে। তবে এটি আসলেই নিম্নমুখী কি না, তা বলার সময় এখনও হয়নি। এ সময়টাতে আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি। আমরা যেন আরও বেশি দায়িত্বের পরিচয় দিই। নাক-মুখ ঢেকে মাস্ক পরিধান করাসহ যেসব স্বাস্থ্যবিধি রয়েছে, সেগুলো মেনে চলি।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি বিভিন্ন স্থানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, সেখানেও আমরা সবার প্রতি আবেদন রাখতে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ও নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যাদের আগে থেকেই দীর্ঘ মেয়াদী নানা রোগ আছে, তাদের কোনো ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

করোনা নিম্নমুখী সংক্রমণ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর