ভাসমানদের দেওয়া হলো জনসনের ১ ডোজের ভ্যাকসিন
৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৫৬
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভাসমান নাগরিকদের প্রয়োগ করা হয়েছে জনসন অ্যান্ড জনসন কোম্পানির তৈরি ‘জ্যানসেন’ ব্র্যান্ডের ভ্যাকসিন। বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসের এই একটি ভ্যাকসিনই সিংগেল ডোজের।
ভাসমান মানুষদের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির প্রথম দিন রোববার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুরে এক হাজার ভাসমানদের মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে কমলাপুরে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তার সঙ্গে ছিলেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সারাবাংলাকে জানিয়েছেন, ২০ জানুয়ারি দেশে কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ ৩৭ হাজার ৩৫০ ডোজ জ্যানসেন ভ্যাকসিন আমরা পাই। আজ (রোববার) আমরা কমলাপুরে এক হাজার ভাসমান ব্যক্তিকে এই ভ্যাকসিন প্রয়োগ করছি।
ডা. শামসুল আরও বলেন, ভাসমান মানুষদের নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে শুধু সই ও ঠিকানা নিয়েই তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রাজধানীর পর এই কর্মসূচি সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
মোট তিনটি বুথে এদিন ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এর একটিতে নারী ও দু’টিতে পুরুষদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলছিল। ডা. শামসুল হক জানিয়েছেন, রাত ১১টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ওই সময় পর্যন্তও অনেককেই ভ্যাকসিন নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এই কর্মসূচির আওতায় আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুর, মুগদা ও খিলগাঁও এলাকার ভাসমানদের ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে
এর আগে, রোববার সকালে রাজধানীর মিরপুরের জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় সকাল ৯টার দিকে ছাত্রীদের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়।
মাদরাসার শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আজ কেবল মেয়ে শিক্ষার্থীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০০ জন এবং ১৮ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
মাদরাসাটির সহসভাপতি মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন, কারও মধ্যেই ভ্যাকসিন নিয়ে কোনো অনীহা নেই। সবাই আন্তরিকতার সঙ্গে সুশৃঙ্খলভাবে ভ্যাকসিন নিচ্ছে।
মাদরাসাতেও ভ্যাকসিন প্রয়োগের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদরাসার শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে মাদরাসায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হলো।
তিনি বলেন, শুধু ঢাকা নয়, সারাদেশের সব কওমি মাদরাসায় ভ্যাকসিন দেওয়া হবে। আস্তে আস্তে এই কার্যক্রমও সম্প্রসারণ করা হবে। সারাদেশের কওমি মাদরাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদের এ কাজে সহযোগিতা করবেন।
স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে ভাসমান মানুষের সংখ্যা প্রায় দুই লাখ ৮৫ হাজার। জেলে, কামার-কুমার, পাথর ভাঙা শ্রমিক ও চা বাগানের শ্রমিকসহ বাদ পড়া জনগোষ্ঠীর তালিকাও করা হচ্ছে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ভাসমান মানুষদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এর সহযোগিতায় আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং সমন্বয় করছে ব্র্যাক। এ কার্যক্রমে আরও যুক্ত আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন।
দেশে গত বছরের ১৫ জুন বেলজিয়ামের জনসন অ্যান্ড জনসন (জ্যানসেন ক্লেগ ইন্টারন্যাশনাল) উৎপাদিত এক ডোজের করোনাভাইরাসের ভ্যাকসিন ‘জ্যানসেন’ জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর। করোনাভাইরাস প্রতিরোধে ষষ্ঠ ভ্যাকসিন হিসেবে এটি প্রয়োগের অনুমতি পায়।
ছবি: হাবিবুর রহমান, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট
সারাবাংলা/এসবি/টিআর
করোনা ভ্যাকসিন জনসনের ভ্যাকসিন টপ নিউজ ভাসমানদের ভ্যাকসিন প্রয়োগ