Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সারাবাংলা ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩৬

ঢাকা: ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি এক শোক বার্তায় লতা মঙ্গেশকরের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান লতা মঙ্গেশকর। গত মাসের ১১ তারিখ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল করোনাভাইরাসে আক্রান্ত লতা শিল্পীকে। পরে ধরা পড়ে নিউমোনিয়াও। গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান তিনি। তার আগেই বাবার হাত ধরে অভিনয় এবং গান শিখতে শুরু করেন তিনি। ১৩-১৪ বছর বয়সেই প্রথম মারাঠি ছবিতে সিনেমায় গান গাওয়ার সুযোগ হয় তার। পরে মুম্বাই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবিতে গান, ‘মজবুর’ ছবিতে। ভারতরত্নসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন এই সুরসম্রাজ্ঞী।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

লতা মঙ্গেশকর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর