শেখ হাসিনার জাদুতে দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৬
সিরাজগঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বনেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু কী, তা জানতে চান। শেখ হাসিনা বিশ্বনেতাদের জানান, তাঁর উন্নয়নের জাদু দেশপ্রেম।
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে শহীদ এম মুনসুর আলী অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা দেশের গ্রামগুলোকে শহর করছেন। দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’
বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিএনপি’র নেতাকর্মীরা আন্দোলন করেছিলো। কিন্তু খালেদা জিয়া সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন দেখে এখন নেতারা অসুস্থ হয়ে পড়েছেন। ঘরে বসে তারা মিথ্যাচার করছে। বিএনপি যদি ষড়যন্ত্র না করত এদেশ আরও এগিয়ে যেতো বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান। পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য এমপি মেরিনা জাহান কবিতাসহ অনেকে।
সারাবাংলা/এমও