Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রদ্ধা নিবেদন শেষে পীর হাবিবের মরদেহ গ্রামের পথে

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৮

ঢাকা: সাংবাদিক, কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি সুনামগঞ্জে। বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে চতুর্থ জানাজা ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ এখন গ্রামের পথে রয়েছে। আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় পীর হাবিবের তিনটি জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে। এর আগে, শনিবার (৫ ফেব্রুয়ারি) তার পীর হাবীবের বাসা উত্তরায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পীর হাবিবের সহকর্মীরা জানিয়েছেন, রোববার প্রথমে পীর হাবীবের মরদেহ নেওয়া হয় জাতীয় শহিদ মিনারে। সেখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। পরে দুপুর সাড়ে ১২টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে পীর হাবিবুর রহমানের মরদেহে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মীরা।

এরপর তার মরদেহ নেওয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)। সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতারা। একইসঙ্গে পীর হাবিবুর রহমানের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও সিলেট বিভাগ সাংবাদিক সমিতি।

জানাজার আগে মরহুমের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন ডিআরইউ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। পরিবারের পক্ষে কথা বলেন পীর হাবিবুর রহমানের ছেলে আহনাফ ফাহমিন অন্তর। বাবার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

বিজ্ঞাপন

ডিআরইউয়ের পক্ষে কথা বলেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু। তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে মানুষের জন্য কাজ করে গেছেন পীর হাবিবুর রহমান। অকালে চলে যাওয়ায় সাংবাদিক, সাংবাদিকতা ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি হলো। তিনি বেঁচে থাকবেন তার কর্মে, সাংবাদিকতার মাধ্যমে।

পরে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে বিকেল ৩টায় তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। ঢাকায় জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে পীর হাবীবের মরদেহ এখন সুনামগঞ্জের পথে রয়েছে।

এর আগে, গতকাল শনিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ এশা রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর পার্ক জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বরেণ্য এই সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্টের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে। আগামীকাল সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।

আরও পড়ুন-

সাংবাদিক পীর হাবিবুর রহমান মারা গেছেন

সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে এডিটরস গিল্ড’র শোক

সারাবাংলা/ইএইচটি/টিআর

জানাজা টপ নিউজ পীর হাবিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর