Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে জোড়া খুন, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৬

নরসিংদী: নরসিংদীর শিবপুরে জোড়া খুনের প্রধান আসামি উমেদ আলী ও আকরাম হোসেনকে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৬ ফেব্রুয়ারি) ভোরে জেলার রায়পুরা থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পরে দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, মাদকের টাকার ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। তারা সিলেট থেকে মাদক এনে নরসিংদী ও আশপাশের এলাকায় মাদক বিক্রি করতেন। এই টাকার ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে প্রধান আসামি উমেদ আলী ও তার সহযোগী আকরাম হোসেন দুইজনকে শ্বাসরোধ করে হত্যা করে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া ঢাকা-সিলেট মহাসড়কে বস্তাবন্দি অবস্থায় ফেলে পালিয়ে যায়। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

জোড়া খুন নরসিংদী

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর