ব্রিটেনের পরবর্তী রানির নাম বললেন দ্বিতীয় এলিজাবেথ
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৫
প্রিন্স চার্লস রাজা হলে ডাচেস অব কর্নওয়াল ক্যামিলাকে তার কুইন কনসর্ট হবেন বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। নিজ শাসনকালের ৭০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে তার এই ইচ্ছার কথা জানিয়েছেন রানি। তিনি বলেন, তার ‘আন্তরিক ইচ্ছা’ ছিল ক্যামিলা এই উপাধি পাক। খবর বিবিসি।
ক্যামিলা আগামীতে কুইন বা রানি কনসর্ট হিসেবে পরিচিতি পাক— এমনটাই পরামর্শ দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। আর ঘোষণার মধ্যে দিয়ে ক্যামিলার জন্য কুইন কনসর্ট হওয়ার পথ প্রশস্ত হলো।
ক্লারেন্স হাউসের একজন মুখপাত্র বলেন, রানির এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস এবং ডাচেস অব কর্নওয়াল ‘আবেগে আপ্লুত ও সম্মানিত’ হয়েছেন।
নিজের ইচ্ছার কথা ব্যক্ত করে ডাচেস অব কর্নওয়াল ক্যামিলার ভবিষ্যৎ পদবি কি হবে সেই অমীমাংসিত প্রশ্নের সমাধান দিলেন ১৯৫২ সালে সিংহাসনে আরোহণ করা এই রানি।
তিনি লিখেছেন, ‘আমার আন্তরিক ইচ্ছা এই যে, যখন সেই সময় আসবে, তখন কুইন কনসোর্ট হিসাবে পরিচিত পাবেন ক্যামিলা।’
মূলত ব্রিটেনে ক্ষমতাসীন রাজার স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ হিসেবে অভিহিত করা হয়। তাই স্বামী প্রিন্স চার্লস রাজা হওয়ার পর ক্যামিলার পদবি হবে ‘রানি’।
সারাবাংলা/এনএস
কুইন কনসর্ট টপ নিউজ ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা প্রিন্স চার্লস রানি দ্বিতীয় এলিজাবেথ