দেশে ঢুকেছে ভারতের ৭ বন্য হাতি, বিরক্ত না করার আহ্বান
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৪
সুনামগঞ্জ: ভারতীয় সীমানা অতিক্রম করে যাদুকাটা নদী পার হয়ে পাচঁটি বন্য হাতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বারেক টিলা এলাকায় প্রবেশ করেছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে হাতিগুলো বারেক টিলায় অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির। বন্য হাতির আগমনে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হাতির ভয় কেউ কাজে কিংবা সীমান্তে জমির পাশে যেতে পারছে না।
ওই এলাকার বাসিন্দা জমির মিয়া বলেন, প্রতিদিন সীমান্তের জঙ্গল থেকে লাকড়ি এনে দিলে ঘরে চুলা জ্বলে। আজ হাতির ভয়ে বাইরে বের হতে পারছি না। রান্নাবান্না সব বন্ধ।
সমির মিয়া বলেন, যদি হাতিগুলো আক্রমণ করে, ছেলে-মেয়ে নিয়ে খুব আতংকে আছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, হাতিগুলোকে কেউ যেন বিরক্ত না করে সেই জন্য মাইকিং করে স্থানীয়দের সর্তক করা হচ্ছে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, পুলিশ ও বিজিবি এলাকায় অবস্থান করছে। হাতিগুলোকে বিরক্ত না করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/এএম