Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিও কর্মীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২০

ফাইল ছবি

দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত মিনারুল ইসলাম (৩৮) একটি এনজিওতে কর্মরত ছিলেন।

রোবববার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের দূর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মিনারুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কালকুয়েত গ্রামের মো. জমশেদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সুমন কুমার মহন্ত বলেন, রোববার সকালে নীলফামারী জেলার কালকুয়েত এলাকা থেকে মিনারুল ইসলাম মোটরসাইকেলে করে তার কর্মস্থান বিরামপুর ফিরছিলেন। পথে উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের দূর্গাপুর এলাকায় পৌছালে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা মিনারুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

সারাবাংলা/এনএস

ট্রাকের ধাক্কা যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর