Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে খাল খননে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ০৯:০৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ১২:২১

ফাইল ছবি

ময়মনসিংহ: জেলা সদরের কাতলাসেনে ভেকী বিল খাল খননে অনিয়ম, দুনীর্তি ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরকারের ৬১ লাখ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার খালের পলি অপসারণের কথা থাকলেও তা না করে ভেকী বিল সমবায়ের নেতা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কর্মকর্তাদের যোগসাজসে অর্থ লুটপাট করা হয়েছে বলে সুবিধাভোগী কৃষকদের অভিযোগ। ফলে খাল খননের সুফল পাচ্ছে না কৃষকরা।

জানা গেছে, ২টি প্যাকেজে সরকারি রাজস্বের ৬১ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে সমবায় সমিতির সদস্যদের স্বেচ্ছা শ্রমে ময়মনসিংহ সদরের কাতলাসেন ভেকী বিলের প্রায় ৬ কিলোমিটার খালের পলি অপসারণের কাজ শেষ হয় গত ২০২১ সালের ২২ এপ্রিল। স্থানীয় এলজিইডি এই কাজ বাস্তবায়ন করেন। কথা ছিল ভেকী বিলের চারপাশের ৭টি গ্রামের ১০ হাজার কৃষকের কৃষি আবাদে সেচ ও মাছ চাষে সহায়ক হবে।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষকরা জানান, নিয়ম মেনে খাল খনন না করে ভেকী বিল সমবায় সমিতির নেতা ও এলজিইডি’র কর্মকর্তারা অর্থ লুটপাট করেছেন। খাল খনন তাদের কোনো কাজে আসেনি।

ভেকী বিল সমবায় সমিতির সদস্য ও সাবেক সভাপতি একেএম সাইদুর রহমান মাস্টার বলেন, ‘ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের কাতলাসেন ব্রিজের পাশ থেকে খালের কিছু অংশ নামমাত্র খনন করা হলেও বিলের মাঝে গিয়ে খনন কাজ কিছুই হয়নি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মুক্তার। তিনি বলেন, ‘সরকারি নিয়ম মেনেই খনন কাজ হয়েছে।’

ময়মনসিংহ এলজিইডি’র প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান কর্মস্থলে তার যোগদানের আগেই এ প্রকল্পটি শেষ হয়ে গেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

খাল খনন টপ নিউজ ভেকী বিল ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর