Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ির এগারো ইটভাটাকে ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ০০:০২

খাগড়াছড়ি: দিঘীনালা, মাটিরাঙা ও রামগড় তিন উপজেলার ১১ ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী দিঘীনালা উপজেলার ৪টি ইটভাটা এডিবি ব্রিক ফিল্ডের লুতফুর রহমান ৮০ হাজার টাকা, কেবিএম-১’র পক্ষে রাকিব উদ্দিনকে ৭০ হাজার টাকা, সেলিম এন্ড ব্রাদার্স এর ওয়াহিদুজ্জামানকে ৮০ হাজার টাকা ও কেবিএম-২’র রাকিব উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা।

বিজ্ঞাপন

দুপুরে মাটিরাঙ্গা পৌর এলাকায় নতুন পাড়া, হাতিয়া পাড়া এবং ইসলামপুর এলাকায় এবিএম ইটভাটার মালিককে ১ লাখ টাকা, এসআরটি ইটভাটাকে ১ লাখ টাকা এবং আরআরআর ইটভাটাকে ৭০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

বিকেলে রামগড় উপজেলার ফেনীরকুল এলাকার ব্রিকফিল্ডের মালিক হাফেজ আহাম্মদকে ৮০ হাজার, নুর ইসলামকে ৭০ হাজার, মোস্তফা ভূঁইয়াকে ৬০ হাজার ও সদুকার্বারীপাড়ার আবদুল মান্নানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট উম্মে হাবিবা মজুমদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসব ইটভাটায় লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার ও ভাটায় জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন হওয়ায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৪, ১৫ এবং ১৬ ধারা মতে এসব ভাটা মালিককে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ইটভাটা খাগড়াছড়ি জরিমানা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর