Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি, বইমেলা এবার ১৪ দিন

সারাবাংলা ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৩২

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দুই সপ্তাহ পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২২। বার্তাসংস্থা বাসসের খবরে বলা হয়েছে, এবারের বইমেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। অর্থাৎ, দুই সপ্তাহ পেছানোর ফলে এবারের বইমেলা চলবে ১৪ দিন।

এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক চিঠিতে ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের বিষয়টি জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তবে বইমেলা কবে শেষ হবে তা জানানো হয়নি।

বিজ্ঞাপন

শনিবার বাসসের খবরে বলা হয়, অমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করবেন।

বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান বাসসকে জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। বইমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রকাশনীর প্রকাশক,স্টলের সত্ত্বাধিকারী ও কর্তব্যরত ব্যক্তি এবং মেলার অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যারা এখনও কোভিড-১৯ ভ্যাকসিনের কোনো ডোজ গ্রহণ করেননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সচিব বলেন, বইমেলা সংশ্লিষ্ট সকলকে (যারা ভ্যাকসিন গ্রহণ করেননি) ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে বাংলা একাডেমির মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করার কথা উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে অমর একুশে বইমেলা -২০২২ সংশ্লিষ্ট সকলকে অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জলছবি প্রকাশনের স্বত্বাধিকারী নাসির আহমেদ কাবুল বলেন, এবারের বইমেলা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১৫ ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে। যারা বইমেলায় স্টল নিবেন তাদেরকে বাংলা একাডেমির নির্ধারিত ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। আমরাও চাই সঠিক ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে পাঠক সমাগমে এবারের বইমেলা পূর্ণতা পাক।

সারাবাংলা/আইই

একুশে বইমেলা বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর