ভাসমান জনগোষ্ঠী ও কওমি শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ শুরু কাল
৫ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৬
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে এবার যুক্ত হচ্ছে প্রায় তিন লাখ ভাসমান জনগোষ্ঠী ও ৩০ লাখ কওমি শিক্ষার্থী।
রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে তাদের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। এদিন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভাসমানদের ভ্যাকসিন দেওয়া হবে। একইদিন সকাল ৯টায় মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় ভ্যাকসিন দেওয়া হবে কাওমি শিক্ষার্থীদের।
শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শামসুল হক বলেন, দেশের ১ কোটি ৪০ লাখ স্কুল শিক্ষার্থী ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে। এখন চলছে দ্বিতীয় ডোজ প্রয়োগ কার্যক্রম। আমরা আগামীকাল সকাল থেকে কওমি মাদরাসার শিক্ষার্থীদের ভ্যাকসিন দেব। এবার কওমি মাদরাসা ৩০ লাখ শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তারা ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন পাবে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আমাদের তালিকা দেওয়া হবে।
তিনি বলেন, ভ্যাকসিন দেওয়ার জন্য মাদরাসা বোর্ড আমাদের কেন্দ্র ঠিক করে দিয়েছে। ফাইজার ভ্যাকসিনে দেওয়ার মতো ব্যবস্থাও তারা করেছে। তারা তালিকা দেবে সেই তালিকা অনুযায়ী আমরা কাজ করব।
ভাসমান মানুষদের নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে শুধু স্বাক্ষর ও ঠিকানা নিয়েই তাদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান তিনি। তিনি জানান, একদিনে কত সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তবে দৈনিক এক হাজার মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে ভাসমান মানুষের সংখ্যা প্রায় দুই লাখ ৮৫ হাজার। জেলে, কামার-কুমার, পাথর ভাঙা শ্রমিক ও চা বাগানের শ্রমিকসহ বাদ পড়া জনগোষ্ঠীর তালিকাও করা হচ্ছে।
ডা. শামসুল বলেন, আগামীকাল (৬ ফেব্রুয়ারি) বিকেলে বা সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাসমান জনগোষ্ঠীর ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হবে। সেখানে যাদের বয়স ১৮ বছরের বেশি তাদের জনসনের সিঙ্গেল ডোজ দেওয়া হবে। একইসঙ্গে ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। নিবন্ধন বা এনআইডি না থাকলে শুধু সাক্ষর ও ঠিকানা নিয়েই ভ্যাকসিন দেওয়া হবে।
রাজধানীর পর এই কর্মসূচি শুরু হবে সারা দেশে— জানান ডা. শামসুল হক।
সারাবাংলা/এসবি/আইই