গ্রহণযোগ্য ও দক্ষ লোকদের নিয়ে নিরপেক্ষ ইসি চায় বিশিষ্টজনেরা
৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৩ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৪
ঢাকা: সরকার গঠিত ছয় সদস্যবিশিষ্ট সার্চ কমিটি সকলের কাছে গ্রহণযোগ্য, দক্ষ ও নিরপেক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশের বিশিষ্টজনেরা। তাদের মতে, একমাত্র দক্ষ ও যোগ্য লোকদের নিয়ে গঠিত নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমেই দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। এতে করে সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রযোগ করতে পারবেন।
এ ব্যাপারে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহদীন মালিক সারাবাংলাকে বলেন, ‘নির্বাচন কমিশন গঠন আইনকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিতকরণ আইন বলতে পারি। আর এই আইনের আলোকেই সার্চ কমিটি গঠিত হয়েছে। এই কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন কতটা গ্রহণযোগ্য হবে তা সময়ই বলে দেবে।’
তিনি বলেন, ‘সার্চ কমিটিতে স্থান পাওয়া ছয় জনের মধ্যে দুইজন বিচারপতি এবং দুইজন সাংবিধানিক পদে দায়িত্ব পালন করছেন, বাকি দুইজন বিশিষ্ট নাগরিক। এরা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তবে সার্চ কমিটিতে এসে তারা কতটা নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবেন তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’
শাহদীন মালিক বলেন, ‘আমরা আশা করি সার্চ কমিটি অনুসন্ধান করে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করার আগে তা জনসম্মুখে প্রকাশ করবেন। এটি করা হলে কমিটির গ্রহণযোগ্যতা বাড়বে। খসড়া তালিকা প্রকাশের পর সেখান থেকে সকলের কাছে গ্রহণযোগ্য এমন পাঁচ জনের নাম নিয়ে নির্বাচন কমিশন গঠন করলে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। অন্যথায় তা প্রশ্নের মুখে পড়বে।’
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘প্রথমত সরকার আইন করেছে। সেই আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করা হযেছে। সার্চ কমিটিতে সাংবিধানিক পদে যে চার জনের নাম রয়েছে তা আগে থেকেই অনেকটা চূড়ান্ত করা ছিলো। বাকি দু’জন হলেন দেশের বিশিষ্ট নাগরিক। তারাও কর্মক্ষেত্রে দক্ষ ও সজ্জন মানুষ।’
তিনি বলেন, ‘সরকার গঠিত সার্চ কমিটি নাম চূড়ান্তকরণের ক্ষেত্রে আমরা বিগত ওয়ান ইলেভেন সরকারের আমল থেকে দেখেছি, একজন সেনাবাহিনী থেকে, একজন বিচারবিভাগ থেকে, একজন সিভিল সার্ভিস থেকে নেওয়া হচ্ছে। এবার গঠিত সার্চ কমিটিও কি একই পদ্ধতি অনুসরণ করবেন কি না? আমরা দেখেছি রকিব উদ্দিন একজন দক্ষ আমলা হওয়া সত্ত্বেও তিনি ফেইল করেছেন। আবার সেনাবাহিনীর লোকজনও একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে কাজ করেন। ফলে পাবলিক ফাংশন এসে তারা কীভাবে কাজ করবেন, এটাও নিয়ে প্রশ্ন আসে। ফলে বলা যায়, নাম চূড়ান্ত করা একটা কঠিন কাজ।’
তিনি আরও বলেন, ‘সার্চ কমিটি নাম চূড়ান্ত করার আগে কীভাবে তা বাছাই করবেন, আমরা তা জানি না। সার্চ কমিটি কি রাজনৈতিক দল কিংবা সুশীল সমাজের সঙ্গে বসে আলোচনা করবেন? কমিটি কাদের নাম প্রস্তাব করবেন সেটি বড় কথা নয়; বড় কথা হলো কীভাবে এবং কোন পদ্ধতিতে নাম চূড়ান্ত করবেন।’
অন্যদিকে, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সার্চ কমিটির কাজ হলো- দক্ষ নিরপেক্ষ লোক খুঁজে বের করা। এক্ষেত্রে তারা যদি সরকারের পছন্দের লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেন তাহলে সার্চ কমিটি প্রশ্নের মুখে পড়বে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনও গ্রহণযোগ্য হবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সার্চ কমিটিকে সকলের কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ লোক বাছাই করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তা না হলে নির্বাচনের প্রতি জনগণের কোনো আস্থা থাকবে না।’
তিনি বলেন, ‘আইন অনুযায়ী সার্চ কমিটিকে সমাজের সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি খুঁজে বের করে নাম প্রস্তাব করতে হবে। এক্ষেত্রে কোনো দলের প্রতি আনুগত্য কিংবা সমাজে যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রযেছে- এমন ব্যক্তিদের নিয়ে যেন কমিশন গঠন করা না হয়।’
সারাবাংলা/জিএস/পিটিএম