Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্চ কমিটি বিএনপির সাবজেক্ট না: টুকু

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৫

ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) বিএনপির সাবজেক্ট না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৫ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারাসনের রাজনৈতিক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে, শনিবার সকালে বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন ও মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরীকে দিয়ে সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আইন অনুযায়ী গঠিত এই সার্চ বা অনুসন্ধান কমিটির নেতৃত্ব দেবেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

নতুন এই সার্চ কমিটি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদের দল থেকে কেউ কোনো সময় আইনের কথা বলেছিল- আমার মনে পড়ে না। কেউ যদি বলে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দলীয়ভাবে কোনো মতামত দেওয়া হয়নি আইনের ব্যাপারে। আমরা সব সময় বলে আসিছ, ম্যাডাম যখন সুস্থ ছিলেন তখনো বলে আসছেন যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এবং এখনো আমরা মনে করি যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং যে নির্বাচন এই সরকার ক্ষমতায় থেকে করবে, সেই নির্বাচন যত বড় কমিশন দিয়েই হোক না কেন, তাতে ভালো কিছু হবে না।’

কমিটির সদস্যদের নিরপেক্ষ মনে করেন কি না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে তো নিরপেক্ষ মনে হয়-ই না। আর এটা আমার কাছে কোনো সাবজেক্টই না, আমি ইন্টারেস্টেডও না এ বিষয়ে। কে আছে, কে না আছে- এটা তো অন্য ব্যাপার। বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ইন্টারেস্টেড না। আমাদের কথা হলো যে, এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এমন একটি প্রশাসন থাকতে হবে, যে প্রশাসন নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে। যেটা ৯১, ৯৬ এবং ২০০১ সালে দিতে পেরেছিল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কমিশন কী করবে? ইলেকশন পরিচালনা করবে তো সরকার। এই সরকার থাকলে নির্বাচন কমিশন কী করবে? নির্বাচন কমিশন তখনই কার্যকর হবে, যখন একটা নিরপেক্ষ সরকার থাকবে।’

এটা আরেকটা নীল নকশা কি না?- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘এটা কী বলার অপেক্ষা রাখে? বাংলাদেশের মানুষ জানে এসব কারা করছে? আমি মনে করি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না- বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে। এই সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোটও দিতে আসবে না। অতীতে আমরা দেখেছি এবং এবারও একই ঘটনা ঘটবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ টুকু বিএনপি সার্চ কমিটি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর