Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিউনিসিপ্যাল স্কুলের মাঠে অস্থায়ী শহিদ মিনারের উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৩

চট্টগ্রাম ব্যুরো: সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের আওতায় নতুনভাবে নির্মাণের জন্য প্রায় ৬০ বছর বয়সী চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার ভেঙে ফেলা হয়েছে। তবে জাতীয় দিবসের কর্মসূচি যাতে ব্যাহত না হয় সে জন্য নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গনে অস্থায়ীভাবে একটি শহিদ মিনার নির্মাণ করে দিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদফতর।

শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী অস্থায়ী শহিদ মিনারের উদ্বোধন করেন। এ সময় তিনি আসন্ন শহিদ দিবসসহ সাময়িকভাবে জাতীয় দিবসের সকল কর্মসূচি অস্থায়ী শহিদ মিনারে পালনের জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

নগরীর কে সি দে সড়কে পাহাড়ের পাদদেশে ১৯৬২ সালে নির্মিত শহিদ মিনারটি গত ২৭ ডিসেম্বর ভাঙার কাজ শুরু হয়। গণপূর্ত অধিদফতর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সেখানে নতুন করে শহিদ মিনার নির্মাণের কাজ শেষ হবে।

চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হল, স্টুডিও থিয়েটার, গণগ্রন্থাগার এবং শহিদ মিনারকে কেন্দ্র করে ২৩২ কোটি টাকা ব্যয়ে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। সেই প্রকল্পের আওতায় শহিদ মিনারের আদল ঠিক রেখে আরও উঁচুতে নির্মাণের পাশাপাশি একটি মুক্তমঞ্চও হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম জানিয়েছেন, কেন্দ্রীয় শহিদ মিনারটি নতুনভাবে নির্মিত না হওয়া পর্যন্ত অস্থায়ী শহিদ মিনারে সকল কার্যক্রম চলবে। তবে নতুন শহিদ মিনার চালুর পরও অস্থায়ী শহিদ মিনারটি রয়ে যাবে।

বিজ্ঞাপন

আবৃত্তিশিল্পী কংকন দাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একুশ পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, চসিকের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর জহরলাল হাজারী ও প্রকল্প পরিচালক লুৎফুর রহমান।

এ সময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, গোলাম মোহাম্মদ জোবায়ের, মো. ইসমাইল, সলিমউল্লাহ বাচ্চু, মো. আতাউল্লাহ চৌধুরী, পুলক খাস্তগীর, নুর মোস্তফা টিনু, নীলু নাগ, রুমকী সেন গুপ্ত, শাহীন আক্তার রোজী, তসলিমা নুর জাহান, আনজুমান আরা বেগম ও হুরে আরা বিউটি, জাসদ নেতা ইন্দুনন্দন দত্ত, জসিম উদ্দিন বাবুল, বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদুল হক, ফেরদৌস হাফিজ খান, আবুল কাশেম চিশতী, পিনাকী দাশ, সাংস্কৃতিক সংগঠত দেওয়ান মাকসুদ, প্রকাশক শাহ আলম নিপু, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আবুদল হালিম দোভাষ, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী চট্টগ্রামের সহ-সভাপতি প্রবাল দে, বোধনের প্রনব দাশ, সঙ্গীতশিল্পী দীপেন চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধনের পর চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। চট্টগ্রাম-৯ আসনের সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগর আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক জহরলাল হাজারীর নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সারাবাংলা/আরডি/একে

মিউনিসিপ্যাল স্কুল শহিদ মিনার

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর