Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে সীমিত পরিসরে বিদ্যাদেবীর আরাধনা

ঢাবি করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৪ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৬

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় আগের বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে স্বল্পপরিসরে চলছে সরস্বতী পূজা উদযাপন। রীতি অনুসারে প্রতি বছর শতাধিক মণ্ডপ তৈরি করা হলেও, এ বছর তা সম্ভব হয়নি। তাই, কেবলমাত্র কেন্দ্রীয় উপাসনালয়ে চলছে বিদ্যাদেবীর আরাধনা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথ হলে গিয়ে দেখা যায়, ভক্তকুলের উলু ধ্বনি এবং ঢোলের শব্দে মুখরিত হল প্রাঙ্গন।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ৯টার দিকে দেবী সরস্বতীর পূজা অর্চনার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা ১০টার ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম জানায় বিদ্যার দেবী সরস্বতীকে। সন্ধ্যা ৬টায় আরতির পর পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

এবাবের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও জগন্নাথ হলের আবাসিক শিক্ষক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, ‘জগন্নাথ হলে প্রতিবছর আমরা জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপন করে থাকি। কিন্তু করোনা মহামারির বিধিনিষেধের কারণে গত দুবছর যাবত আমরা সেভাবে করতে পারছি না। স্বাস্থ্যবিধি মেনে আমরা এবার একটি পূজার আয়োজন করেছি। গত বছর হল-বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এবার হল খোলা রয়েছে, হলের শিক্ষার্থীরা রয়েছে, বাইরের ভক্তরাও এসেছেন। আমরা চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি মেনে সব কিছু আয়োজন করতে।’

করোনা পরিস্থিতির কারণে পূজার আনন্দ খানিকটা ম্লান হলেও ভক্ত-শিক্ষার্থীরা বেশ আনন্দিত। জগন্নাথের হলের শিক্ষার্থী কৌশিক আচার্য জয় সারাবাংলাকে বলেন, `করোনার কারণে হয়তো অনেকগুলো মণ্ডপ হয়নি। গতবারও হয়নি। এবারও হয়নি। তবে গতবার তো ক্যাম্পাসই বন্ধ ছিলো। এবার খোলা আছে। এটাই আনন্দের`

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি বিভাগের আয়োজনে জগন্নাথ হল মাঠে বড় পরিসরে অনুষ্ঠিত হয়ে সরস্বতী পূজা। বিদ্যার দেবীর আরাধনা করতে বিভাগগুলো আলাদা আলাদা মণ্ডপ তৈরি করে। তবে, করোনা পরিস্থিতির কারণে গত বছর ও এ বছর বড় পরিসরে আয়োজিত হয়নি সরস্বতী পূজা।

সারাবাংলা/আরআইআর/একেএম

সরস্বতী পূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর