Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে প্রদীপ-লিয়াকত

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০২

চট্টগ্রাম ব্যুরো : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দু’জনকে কক্সবাজার জেলা কারাগার থেকে চট্টগ্রামে আনা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম।

বিজ্ঞাপন

তারিকুল সারাবাংলাকে বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সাধারণত জেলা কারাগারে রাখার বিধান নেই। তাদের কেন্দ্রীয় কারাগারের মর্যাদাপ্রাপ্ত জেলে রাখতে হয়। এ হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু’জনকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। তাদের কারাগারের ৩২ নম্বর কনডেম সেলে রাখা হয়েছে।’

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লিয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়ে ওই বছরের আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ ও লিয়াকত।

কক্সবাজারের আদালতে সিনহা হত্যা মামলার বিচার কার্যক্রম শেষে গত ৩১ জানুয়ারি রায় প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ প্রদীপ লিয়াকত মেজর সিনহা হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর