সাংবাদিক পীর হাবিবুর রহমান মারা গেছেন
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১৫ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৩
ঢাকা: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান মারা গেছেন। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন মো. আলমগীর সারাবাংলাকে জানান, পীর হাবিবুর রহমান ক্লিনিক্যালি ডেড ছিলেন। পরিবার সদস্যরা সম্মতি দেওয়ায় বিকেল ৪টা ৮ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।
এর আগে, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন পীর হাবিবুর রহমান। তাকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
গত ২২ জানুয়ারি পীর হাবিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করেন তিনি।
২০২১ সালের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান।
সাংবাদিক পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে।
রাষ্ট্রপতির শোক: বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, পীর হাবিবুর রহমানের মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশে সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে তিনি যে ভূমিকা রেখেছেন সংবাদকর্মীরা তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
রাষ্ট্রপতি মরহুম পীর হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর গভীর শোক: পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আমির হোসেন আমুর শোক: শোক বার্তায় আমির হোসেন আমু বলেন আমি একজন ঘনিষ্ট স্বজনকে হারালাম।দেশ হারালো একজন খ্যাতিমান সাংবাদিককে।মহান মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু, ও গনতন্ত্রের স্বপক্ষে তার সাহসী ও ক্ষুরধার লেখনী অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে।
নানকের শোক: শোক বার্তায় জাহাঙ্গীর কবির নানক বলেন, পেশাগত দায়িত্বে পীর হাবিব অত্যন্ত সৎ ছিলেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন। তার চলে যাওয়াতে জাতি একজন খ্যাতিমান কলামিস্ট ও সাংবাদিককে হারালো।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে, বঙ্গবন্ধু এবং গণতন্ত্রের তার সৃজনশীল ও সাহসী লেখনি অনুপ্রাণিত করবে ভবিষ্যৎ প্রজন্মকে।’
শোকবার্তায় নানক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হানিফের শোক: পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
হানিফ বলেন, ‘পীর হাবীব এ জাতির সূর্যসন্তান। ৯২ সালে বাংলাবাজার পত্রিকার নির্মাণ পর্ব থেকে মূলত তার পেশাদারিত্বের সূচনা ঘটে। তারপর দৈনিক যুগান্তরের নির্মাণ পর্ব থেকে ছিলেন দীর্ঘদিন।’
হানিফ আরও বলেন, ‘পীর হাবিবুর রহমান সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার বলিষ্ঠ কলামের মাধ্যমে তিনি লাখ লাখ পাঠকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন।’
তার এই অসময়ে চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ এক দেশপ্রেমিক, মেধাবী সন্তানকে হারালো।
দাফন সোমবার: পীর হাবিবুর রহমানের মরদেহ শনিবার সন্ধ্যায় তার উত্তরার বাসায় নেওয়া হবে। বাদ এশা উত্তরা ৪ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হবে। বেলা তিনটায় মরদেহ তার কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে।
এরপর সোমবার বেলা ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।
বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সারাবাংলা/একে