Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের কোনো বাহিনী কাউকে গুম করে না: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট 
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৮ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৪

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের দেশে রাষ্ট্রীয় কোনো বাহিনী কাউকে গুম করে না।  মাঝে মাঝে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ গুমের ঘটনা ঘটিয়ে থাকে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স শব্দটিই নেই। আমরা চাই না কাউকে আইনশৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে যাবে। আমরা চাই আইনের মাধ্যমে প্রত্যেকের বিচার হোক।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেন, ‘একটা-দুইটা দুর্ঘটনা ঘটে যেগুলোর খবর আমরা ঠিক মতো পাই না। আমরা চাই না কেউ গুম-খুন হোন। তবে আমাদের এখানে গুমের ঘটনা খুবই কম।’

বিএনপি নেতা হারিছ চৌধুরীর উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরে জানি হারিছ সাহেব গুম হয়ে গিয়েছিলেন। এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স। এখন দেখি উনি দেশেই ছিলেন এবং দেশেই নাকি মারা গেছেন। এটি তার মেয়ে বলেছে।’

তিনি আরও বলেন, ‘আরেকজন নেতাকে গুম করার অভিযোগ উঠেছিল। পরে দেখা গেল তিনি দেশে নেই, পরে হোটেলে ভারতীয়রা তাকে ধরল। গুম-খুন যা বলা হয় তার কতটুকু সত্য আমরা ঠিক জানি না।’

আমেরিকার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আমেরিকায় প্রতি বছর হাজার খানেক লোকের বিনা বিচারে মৃত্যু হয়। পুলিশ মেরে ফেলে। প্রতি বছর তার দেশে লক্ষ খানেক লোক নিখোঁজ হয়, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের দেশে একটি লোকও যেন গুম না হয়। আমরা চাই না কাউকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাবে। আমরা চাই প্রত্যেকের আইনের মাধ্যমে বিচার হবে। মাঝে মাঝে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এসব করে।’

বিজ্ঞাপন

গুম নিয়ে আলোচনা-সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই এগুলো অপপ্রচার।’

আমেরিকা থেকে নতুন করে কোনো ধরনের নিষেধাজ্ঞা আসবে না, এমন নিশ্চয়তা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি আমি জানি না। যিনি বলেছেন, তিনি ভালো জানেন।’

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ১০ ডিসেম্বর র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র‍্যাবকে না নিতে ১২টি সংগঠন চিঠি দেয়।

সারাবাংলা/টিএস/একে

খুন গুম পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর