আফগানিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৪
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৪
আফগানিস্তানের উত্তর-পূর্ব দিকে বাদাখশান প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রদেশের রাজধানী ফয়জাবাদের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের এই সরকারি সংস্থাটি জানায়, শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ফয়জাবাদ থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে ও ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল।
তবে ফয়জাবাদের কাছে অনুভূত এ ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সারাবাংলা/এনএস