৪ দিন বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে আমদানি-রফতানি শুরু
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৩ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৪
বেনাপোল (যশোর): টানা চারদিন বন্ধ থাকার পর পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) থেকে এ পথ দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য চালু হয়।
পরিবহন শ্রমিকসহ ৮টি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠক হয় এবং বৃহস্পতিবার পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপরই বন্দরের সঙ্গে যুক্ত পরিবহন শ্রমিকসহ বিভিন্ন সংগঠন মিলিতভাবে সরকারি নির্দেশের বিষয়টি বিবেচনা করে আমদানি-রফতানি চালু করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হয়রানি, বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে না দেওয়া, ৬ মাস গাড়ির কাগজ বৈধ করাসহ নানা দাবিতে বিভিন্ন সংগঠন যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দেয়। তারই জেরে গত ৩১ জানুয়ারি থেকে টানা ৪ দিন পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আমদানি-রফতানি ব্যাহত হয়। বার বার এই বিষয়ে আলোচনা করেও কোনো সুরাহা মেলেনি বলেও অভিযোগ রফতানির কাজে জড়িতদের।
গত বৃহস্পতিবার সবগুলো সংগঠনকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানান হয়, যে সব গাড়ির কাগজ নবায়ন করা হয়নি এবং ভারত সরকারের নির্দেশ মতো ট্রাক চালকসহ অন্যদের কমন আই কার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রফতানি চালু রাখতে ট্রাক রাখার জায়গায় ট্রাক চালক এবং খালাসিদের প্রবেশে তাদের সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে।
এ বিষয়ে ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করে সীমান্ত বাণিজ্যে দ্রুত গতি আনার অনুরোধ করেন। সেই মতো বেশির ভাগ সংগঠনই আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) থেকে সম্পূর্ণভাবে আমদানি-রফতানি শুরু করেন বন্দর কর্তৃপক্ষ।
সারাবাংলা/এনএস