Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭২০ কোটি টাকা মূলধন হারাল ডিএসই

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৬ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০১

ফাইল ছবি

ঢাকা: টানা দ্বিতীয় সপ্তাহ পুঁজিবাজারে দরপতন হয়েছে। চলতি বছরের প্রথম তিন সপ্তাহ টানা ঊর্ধ্বমুখী থাকলেও পরের দুই সপ্তাহ সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)লেনদেন। ফলে গত সপ্তাহে (৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই বাজার মূলধন হারিয়েছে প্রায় ৭২০ কোটি ২২ লাথ টাকা। তবে এ সময় বাজার মূলধন কমলেও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

বিজ্ঞাপন

ডিএসই সূত্র জানায়, গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিসের মধ্যে প্রথম দুই কার্যদিবসে সূচকের পতন হয়েছে। তবে পরের তিন কার্যদিবস সূচকের উত্থান হলেও সপ্তাহ শেষে পতনের বৃত্ত থেকে বের হতে পারেনি। সপ্তাহশেষে ডিএসইতে সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি ৯৬ লাখ ১৪ হাজার টাকা। সপ্তাহের কার্যদিবসে লেনদেন কমে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬২ হাজার ১৮২ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৭২০ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকা হারিয়েছেন।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে ছয় হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার টাকার লেনদেন হয়েছে। গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন গড় লেনদেন কমেছে ২৭৯ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৯২ পয়েন্টে, ডিএসইর শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০৪ পয়েন্টে।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার ও ইউনিটের দাম। সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৬২টির দাম বেড়েছে, ১৫৪টির কমেছে এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এনএস

টপ নিউজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পুঁজিবাজার

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর