Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ দিনেও খোঁজ মেলেনি ব্যাংক কর্মকর্তা নজরুলের

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৮ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৭

ঢাকা: রাজধানীর উত্তরখান এলাকায় নিজের বাড়ির ভাড়া তুলতে গিয়ে নজরুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। গত ২৭ দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন।

তিনি অগ্রণী ব্যাংকের মতিঝিলের বি-ওয়াপদা শাখার সিনিয়র অফিসার। তার নিখোঁজের ঘটনায় উত্তরখান থানায় তার স্ত্রী রুবিনা নজরুল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ নজরুল ইসলাম একজন অতিরিক্ত আইজিপির ছোট ভগ্নিপতি।

গত ৭ জানুয়ারি সকালে উত্তরখানে নিজের বাড়ির ভাড়া তোলার জন্য নজরুল ইসলাম শনির আখড়ার ভাড়া বাসা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ মিলছে না।

স্ত্রী রুবিনা জানান, নজরুল ইসলাম ৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার দিকে উত্তরখানের বাড়ির ভাড়া তোলার কথা বলে শনির আখড়ার বাসা থেকে বের হন। ওইদিন দুপুর গড়িয়ে সন্ধ্যা ও রাত গভীর হয়ে যায় তিনি বাসায় ফেরেননি। তার মোবাইল নম্বরে কয়েকবার কল দিয়েও সেটি বন্ধ পাওয়া যায়।’

 ৯ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানায় এ বিষয়ে নিখোঁজের একটি জিডি করেন নিখোঁজের স্ত্রী রুবিনা। জিডি নং-৪৬৮।

ঘটনার পর উত্তরখান ও যাত্রাবাড়ী থানার পুলিশ যৌথভাবে ঘটনাটির তদন্ত শুরু করে। তবে এখনও পর্যন্ত তার হদিস মেলেনি।

রুবিনা ও নজরুল দম্পতির দুই ছেলে। তাদের বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ছোট ছেলে পটুয়াখালী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘শনিরআখড়া থেকে উত্তরখানের হেলাল মার্কেট এলাকায় তার আসার কথা ছিল। আমরা ওই এলাকার সকল সিসি ক্যামেরার ফুটেজ চেক করেছি, কোথাও তার উপস্থিতি মেলেনি। এই এলাকায় তিনি আসেননি।’

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘তার মোবাইলের কথোপকথন চেক করা হয়েছে। তাতেও কিছু মেলেনি।’

তিনি অপহরণের শিকার হয়েছেন কি না কিংবা কেউ পরিবারের কাছে মুক্তিপণ চেয়েছে এরকম কোনো তথ্যও পুলিশ পায়নি।

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ নজরুল ব্যাংক কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর