Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:১২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:০১

বিনিয়োগের জন্য বাংলাদেশের সুবিধাজনক ভৌগলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারকে বলেন, বাংলাদেশে বিনিয়োগ করুন। কারণ বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য সুবিধাজনক।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে অস্ট্রিয়ার চ্যান্সেলর ফোন করলে প্রধানমন্ত্রী তাকে এ কথা বলেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এসময় ফোনে প্রায় ১০ মিনিট আলোচনা করেন দুই নেতা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টেলিফোনে কথোপকথনের সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে এবং বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য অস্ট্রিয়ার সরকারপ্রধানকে ধন্যবাদ জানান। এসময় চ্যান্সেলর নেহামর ভবিষ্যতে প্রয়োজন হলে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেন।

কার্ল নেহামার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বাসস।

সারাবাংলা/টিআর

কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী চ্যান্সেলর কার্ল নেহামার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-অস্ট্রিয়া