Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবিতে ‘হীরক ভিসির পতনগাথা’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৩

সিলেট: উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে অহিংস আন্দোলন করে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ‘হীরক ভিসির পতনগাথা’ শীর্ষক প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছেন তারা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

প্রদর্শনী এ বিতর্ক প্রতিযোগিতায় আন্দোলনরত ৭ শিক্ষার্থী অংশ নেন। প্রদর্শনী বিতর্কে উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করেন শিক্ষার্থী।

বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় মুক্তচর্চার কেন্দ্রবিন্দু। এখানে শিক্ষার্থীরা তাদের দাবি, চাওয়া পাওয়া, সমস্যা নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে সমাধান করে থাকে। এরই মুল চিত্র তুলে ধরতে এ প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

এর আগে, বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/একে

উপাচার্য ভিসি ফরিদ শাবি শাবিপ্রবি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর