Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিমেলের স্মরণে রাবিতে জ্বলল শত মোমের আলো

রাবি করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৩

নিজ ক্যাম্পাসে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। সহপাঠীর অকালপ্রয়াণ স্মরণে শহিদ হবিবুর রহমান হলের সামনের দুর্ঘটনাস্থলে শত মোমবাতি প্রজ্জ্বালন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এসময় হিমেলের স্মরণে তারা এক মিনিট নিরবতা পালন করেন। দুর্ঘটনাস্থলে সংক্ষিপ্ত এক শোক সমাবেশও করেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান হল মাঠের উত্তর-পশ্চিম কোণে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মোমবাতি জ্বালিয়ে শোভাযাত্রা বের করে সাংস্কৃতিক জোট।

বিজ্ঞাপন

মোমবাতি প্রজ্বালন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, আমরা চাই না এমন ঘটনা আর কারও সঙ্গে ঘটুক। সেজন্য সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, হিমেলের মৃত্যুর পর জানতে পেরেছি, সে আর্থিকভাবে কিছুটা অস্বচ্ছল ছিল। বিশ্ববিদ্যালয়ে এমন অনেক ফান্ড আছে যেখান থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়। এই ফান্ডগুলোর সঠিক ব্যবহার করা উচিত।

রাবি ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা) ও সাংস্কৃতিক জোটের সভাপতি উত্তম কুমার রায় বাপ্পি বলেন, এই দুর্ঘটনাকে আমরা শুধু দুর্ঘটনা বলতে পারি না। এই অব্যবস্থাপনার মধ্য দিয়েই দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। কয়েক দফা তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তার ফলেই হিমেলের এই পরিণতি। যারা এই হত্যার পেছনে দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর কোনো হিমেল যেন এভাবে অকালে ঝরে না যায়, সেটিই চাওয়া।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আর হিমেলের মায়ের চিকিৎসার জন্য যত ফান্ডিং দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা দিতে হবে। আমারা সিন্ডিকেটের মাধ্যমে এর বাস্তবায়নের অনুলিপি চাই।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সারাবছরই অনেক দূরত্ব লেগে থাকে। যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন একসঙ্গে আমরা আন্দোলন করি। গতকাল ছাত্র-শিক্ষক একসঙ্গে খোলা মাঠে বসার যে আলোচনাদৃশ্য, তা আরও আগে হওয়া উচিত ছিল। শিক্ষকরা শিক্ষার্থীদের কাছাকাছি থাকলেই সম্প্রীতি তৈরি হবে। হিমেলের মৃত্যু এই সম্প্রীতির পথ উন্মোচন করেছেন। হিমেল তার ব্যবহারে দিয়ে সবার মাঝে আজীবন বেঁচে থাকবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর ও সাংস্কৃতিক জোটের কর্মীসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

রাবির নতুন প্রক্টর আসাবুল হক

হিমেল স্মরণে রাবিতে ৪ দিনের আর্ট ক্যাম্প

রাবি শিক্ষার্থী হিমেলের দাফন হলো নানা বাড়িতে

রাবিতে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু, ৪ ট্রাকে আগুন

রাবি শিক্ষার্থী হিমেল নিহতের ঘটনায় ট্রাক চালক আটক

হিমেলের মৃত্যু: শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলেন রাবি ভিসি

সারাবাংলা/টিআর

ট্রাকচাপায় মৃত্যু মাহমুদ হাবিব হিমেল রাবি শিক্ষার্থী হিমেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর