Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জনসংহতি সমিতি জড়িত নয়: জেএসএস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:২১

রাঙ্গামাটি: বান্দরবানের রুমা উপজেলার বথি ত্রিপুরা পাড়ায় সেনাবাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় জনসংহতি সমিতি জড়িত নয় বলে দাবি করেছে পাহাড়ের এই আঞ্চলিক রাজনৈতিক দলটি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে জেএসএস দাবি করে, “গতকাল (বুধবার) সংঘটিত বন্দুকযুদ্ধের ওপর আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি এবং গণমাধ্যমের সংবাদে সেনাবাহিনীর সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধ ‘সন্তু লারমা সমর্থিত জেএসএস মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের’ সঙ্গে সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বস্তুত উক্ত ঘটনার সঙ্গে জনসংহতি সমিতি বা সমিতির কোনো সদস্য জড়িত নয়।”

‘পাল্টাপাল্টি গু‌লি’, সেনা কর্মকর্তাসহ নিহত ৪

 

এতে আরও বলা হয়, ‘জনসংহতি সমিতির কোনো ধরণের সশস্ত্র গ্রুপ থাকার প্রশ্নই উঠে না। জনসংহতি সমিতির বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বস্তুত জনসংহতি সমিতির নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে নস্যাৎ করা এবং জনসংহতি সমিতির ওপর দমন-পীড়নের হীনলক্ষ্যে উদ্দেশ্য-প্রণোদিতভাবে উক্ত ঘটনার সাথে জনসংহতি সমিতিকে জড়িত করা হয়েছে বলে জনসংহতি সমিতি মনে করে।’

উল্লেখ্য, বুধবার রাতে বান্দরবানের রুমা উপজেলার বথি ত্রিপুরা পাড়ায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ সেনাবাহিনীর এক সিনিয়র ওয়ারেন্ট অফিসারসহ আরও তিন সন্ত্রাসী নিহত হন। এ ঘটনায় এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। তবে নিহত তিন সন্ত্রাসীর নাম-পরিচয় পাওয়া যায়নি। সেনাবাহিনী তিন সন্ত্রাসীকে জেএসএস সদস্য বলে দাবি করলেও জেএসএস ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জনসংহতি সমিতি জেএসএস সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর